আমি কোনো নামও চাই না, কিছুই চাই না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কোনো নাম চান না। কোনো ধনসম্পদ চান না। কিছুই চান না। বাংলাদেশের জনগণ বিশ্বে মাথা উঁচু করে চলবে, এটাই তাঁর চাওয়া। প্রধানমন্ত্রী আজ রোববার পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সুড়ঙ্গপথ নির্মাণের খননকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলবেন যেন সমগ্র বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। তাঁর ভাষায়, ‘আমরা বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। এটাই আমার চাওয়া, আর কিছু না।’

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের কল্পিত দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যখন এত কিছু হয়ে গেছে, তাই এটার সঙ্গে আর কোনো নাম যুক্ত হওয়ার দরকার নাই।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বক্তৃতায় পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার প্রস্তাব করলে সেই প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘আমি আমার মন্ত্রীকে বলব—এখানে রাগ, ক্ষোভের কিছু নেই, আমি কোনো নামও চাই না। আমি কিছুই চাই না। জীবনে কোনো কিছু আমার চাওয়া পাওয়ার নেই।’

প্রধানমন্ত্রী সব হারিয়ে নিঃস্ব, রিক্ত হয়ে দেশের জন্য কাজ করতে এসেছেন উল্লেখ করে বলেন, ‘নইলে আমার মতো একদিনে যখন কেউ সব আপনজন হারায়, তাদের পক্ষে এত কাজ করা সম্ভব হয় না।’ প্রধানমন্ত্রী বলেন, তিনি এসব কাজ করে যাচ্ছেন একটা আদর্শের জন্য। কারণ তাঁর বাবা এই দেশের জন্য সারাটা জীবন কাজ করেছেন, তাঁর মা কষ্ট করেছেন এবং তাঁরা এ দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে গেছেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি যদি এতটুকু কাজ সেই গরিব-দুঃখী মানুষের জন্য করতে পারি, আমার জীবনে সেটাই সবচেয়ে বড় সার্থকতা। এর বাইরে আর কিছু চাওয়ার নেই।’

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশে চিনের রাষ্ট্রদূত জ্যাং জোউ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে টানেলের নির্মাণকাজের পরামর্শক হিসেবে দায়িত্বপ্রাপ্ত চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে টানেলের একটি রেপ্লিকা উপহার দেওয়া হয়।