আ.লীগের মনোনয়ন পেলেন সুলতানপুত্র গালিব

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চৌধুরী মোহাম্মদ গালিব। গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি হাতে পান তিনি। গালিব বাঁশখালীর প্রয়াত সাংসদ সুলতানুল কবির চৌধুরীর ছেলে।

দলীয় মনোনয়ন নিশ্চিত করা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব বলেন, ‘আমার বাবা সুলতানুল কবির চৌধুরী বাঁশখালীর জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বাবার ইচ্ছা ছিল, বাঁশখালীকে উন্নত উপজেলায় রূপান্তর করার। আমি বাবার ইচ্ছাপূরণে কাজ করে যাব। কাজ করব এলাকার মানুষের জন্য।’

একই দিন বিকেলের দিকে গালিবের পক্ষ থেকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম নিয়েছেন খোরশেদ আলম ও নূর হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোমেনা আক্তার।

খোরশেদ আলম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যজন নূর হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান।