বাঁধের কাজে গাফিলতি করায় আটক ৩, মুচলেকায় মুক্তি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে গাফিলতি করায় তিনটি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিদের গতকাল সোমবার আটক করা হয়। ২৮ ফেব্রুয়ারি মধ্যে কাজ শেষ করতে মুচলেকা দেওয়ায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওই তিন সভাপতি হলেন উপজেলায় নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধের ১৫ নম্বর প্রকল্পের সভাপতি জুয়েল মিয়া, ১৬ নম্বর প্রকল্পের সভাপতি আবুল কাশেম ও ৫০ নম্বর প্রকল্পের সভাপতি মশহুদ আহমদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় এবার ৫০টি প্রকল্পের মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ হচ্ছে। ৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মোট ৩২ কিলোমিটার বাঁধের নির্মাণ, মেরামত ও সংস্কারকাজ হবে। সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেনের নেতৃত্বে জেলার ছয়জন নির্বাহী হাকিম গতকাল উপজেলার ৩৬টি প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তাঁরা ওই তিনটি প্রকল্পের কাজে গাফিলতির প্রমাণ পান। এ অবস্থায় প্রকল্প তিনটির সভাপতিদের আটক করা হয়। পরে ওই তিনজন লিখিতভাবে অঙ্গীকার করেন, বাঁধের কাজের জন্য নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারির মধ্যেই তাঁরা সঠিকভাবে কাজ শেষ করবেন। মুচলেকা আদায় করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নির্মল দাশ বলেন, ‘হাওরের কাজে অবহেলা মেনে নেওয়ার সুযোগ নেই। যাঁরা অবহেলা ও গাফিলতি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা খুশি। তবে বর্তমানে যা অবস্থা, তাতে করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দুই-একটির বেশি প্রকল্পের কাজ শেষ হবে বলে আমার মনে হয় না।’