'নির্বাচনের মাঠ তো ফাঁকা নির্বাচন নিয়ে আগ্রহ নেই'

মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে সড়ক। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মেরুল–বাড্ডার থানা রোডে।  ছবি: প্রথম আলো
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে সড়ক। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মেরুল–বাড্ডার থানা রোডে। ছবি: প্রথম আলো

প্রচার–প্রচারণা শেষ। রাত পেরোলেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র উপনির্বাচন। ভোট নিয়ে কী ভাবছেন সাধারণ ভোটাররা? নাগরিকদের ভোট–ভাবনা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার ডিএনসিসির একাধিক ভোটারের সঙ্গে কথা হয়। দেখা গেছে, মেয়র নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই। দু-তিনজন প্রার্থীর বাইরে তেমন একটা প্রচার–প্রচারণাও চোখে পড়েনি সাধারণ ভোটারদের। এমনকি কোনো কোনো ভোটার প্রার্থীদের নাম পর্যন্ত জানেন না।
মিরপুর–পল্লবীর স্থায়ী বাসিন্দা লেখক মাহমুদুল হক ভোট প্রসঙ্গে বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের দেশে ভোট মানেই উৎসব। চায়ের কাপে ঝড়। তর্ক–বিতর্ক। নির্বাচন মানেই উৎসবের আমেজ। গত জাতীয় সংসদ নির্বাচনে তো তেমন একটা দেখা যায়নি। আর এই মেয়র নির্বাচনে তার কোনো ছিটেফোঁটাও নেই।’
ঢাকা উত্তর ১১ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটার আবু বক্কর সিদ্দিক ঠিক জানেন না, কবে ভোট হচ্ছে। তিনি বলেন, ‘এলাকায় নৌকা মার্কার প্রার্থীর পোস্টার চোখে পড়েছে। কিন্তু তাঁকে আমি চিনি না। এলাকায় তাঁকে কোনো দিন দেখিনি। কবে ভোট, তা–ও জানি না।’
নৌকার প্রার্থীর বিপরীতে তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন জৌলুশ হারিয়েছে বলে মনে করেন মিরপুর ১, পাইকপাড়ার স্থায়ী বাসিন্দা ওয়াসিউর রহমান। তাঁর মতে, ‘নির্বাচনের মাঠ তো ফাঁকা। আছে তো শুধু সরকারি দলের প্রার্থী। এই নির্বাচন নিয়ে আমার আগ্রহ নেই।’
নৌকার প্রার্থীর বাইরে নির্বাচনের মাঠে আছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ, তা জানেন মিরপুর টোলারবাগের স্থায়ী বাসিন্দা ড্যানি হাসান। তবে সরকারি দলের প্রার্থীর বিপরীতে তিনি নির্বাচনের মাঠে টিকতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর। তিনি বলেন, ‘শাফিন আহমেদ জনপ্রিয় ব্যান্ড তারকা। তরুণ–যুবাদের মধ্যে তাঁর পরিচিতি আছে। কিন্তু চোখে পড়ার মতো কোনো প্রচারণা তিনি চালাননি। তাই ভোটের মাঠে শেষ পর্যন্ত তিনি সফল হবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।’
এলাকায় দু–এক দিন মাইকে প্রচার শুনেছেন। দুজন প্রার্থীর পোস্টারও চোখে পড়েছে, কিন্তু ভোট নিয়ে তেমন আগ্রহ নেই কল্যাণপুরের অতনু মুখার্জির। তিনি বলেন, ‘নৌকা ও লাঙ্গলের প্রার্থীর মাইকে প্রচারণা শুনেছি। দুজনের পোস্টারও চোখে পড়েছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের যে চিত্র দেখেছি, তা গণতান্ত্রিক ব্যবস্থাকে নাজুক করেছে। এই নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই।’
এদিকে নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার–প্রচারণাতেও দেখা গেছে ঢিলেঢালা ভাব। মিরপুর ১, ১০, ১২, ১৩ নম্বর এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে তাঁর সমর্থকদের ছোট ছোট মিছিল চোখে পড়লেও অন্য প্রার্থীদের তেমন একট প্রচারণা চোখে পড়েনি। মিরপুরে সনি সিনেমা হলের সামনে লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদের প্রচার মিছিল দেখা গেছে।
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। কাল ওই শূন্য পদে অনুষ্ঠিত হবে মেয়র পদে উপনির্বাচন। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদের বাইরে আরও তিনজন প্রার্থী অংশ নিচ্ছেন।