ট্রাকের চাপে দেবে গেছে সেতু

ইটবোঝাই ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত বেইলি সেতু। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার চৌধুরী বাজার এলাকায়।  ছবি: প্রথম আলো
ইটবোঝাই ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত বেইলি সেতু। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার চৌধুরী বাজার এলাকায়। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-রবির বাজার সড়কের চৌধুরী বাজার এলাকায় একটি বেইলি সেতু গত সোমবার রাতে ইটবোঝাই ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পড়েছে।
এলাকাবাসী এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, চৌধুরী বাজার এলাকায় ফানাই নদের ওপর সেতুটি স্থাপিত। এই সেতু দিয়ে উপজেলার রাউৎগাঁও, কর্মধা ও পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিন উপজেলা সদরে চলাচল করে। এটির ধারণক্ষমতা সাত মেট্রিক টন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইটবোঝাই ট্রাক সেতুটি অতিক্রম করার সময় সেতুটির মাঝখানের ট্রানজাম (আড়াআড়ি বসানো পাত) ভেঙে পড়ে। এতে সেতুর ওই স্থানের পাটাতন দেবে যায়। এরপর থেকে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রাকে সেতুর ধারণক্ষমতার চেয়ে বেশি বোঝাই ছিল।
সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে দেখা গেছে, সওজের শ্রমিকেরা সেতুটির ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতকাজ করছেন। সেতুর পাশে নদে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ চলাচল করছে।
রাউৎগাঁও গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও নর্তন গ্রামের কলেজশিক্ষক জামরুল ইসলাম বলেন, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার এসএসসি পরীক্ষার্থীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েছে। তারা দ্রুত সেতুটি মেরামতের দাবি জানায়।
কুলাউড়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা সওজের জুড়ী উপসহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়া ট্রানজামে গ্যাস ঝালাইয়ের কাজ করাতে হবে। ওই স্থানে বিদ্যুতের ব্যবস্থা নেই। একটি জেনারেটর ভাড়া করা হয়েছে। সেটি দিয়ে ঝালাইয়ের কাজ করার মাধ্যমে সেতুটি যান চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।