বাল্যবিবাহ করতে এসে ধরা

বাল্যবিবাহ । প্রতীকী ছবি
বাল্যবিবাহ । প্রতীকী ছবি

সিরাজগঞ্জে বাল্যবিবাহ করতে এসে ধরা পড়েছেন বর। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের তেঁতুলিয়া পশ্চিমপাড়ার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করতে আসেন জারিলা গ্রামের আবদুল খালেকের ছেলে মো. কাওছার (২৪)।

পরে ভ্রাম্যমাণ আদালত এ বিয়ে ভেঙে দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্তবয়স্ক নাবালিকাকে বিয়ে করার উদ্যোগ নেওয়ায় বরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাল্যবিবাহের খবর পেয়ে রাত ৯টার দিকে বিয়েবাড়িতে আসেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যান। ধরা পড়ে যান বর ও বরযাত্রীরা। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মেয়েটির বাবা লিখিত মুচলেকা দেন।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম অনিন্দ্য গুহ, সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল হাসান, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।