ছাত্রলীগের ভিপি প্রার্থীর রঙিন ছবিসহ পোস্টার দেয়ালে!

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সাঁটানো ডাকসুর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ছাত্রলীগের নেতা শোভনের রঙিন ছবি সংবলিত পোস্টার। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সাঁটানো ডাকসুর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ছাত্রলীগের নেতা শোভনের রঙিন ছবি সংবলিত পোস্টার। ছবি: প্রথম আলো

ডাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সহসভাপতি (ভিপি) প্রার্থী ছাত্রলীগ নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভনের রঙিন ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছে৷

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৬(ক) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ছাড়া লিফলেট বা হ্যান্ডবিলে অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না৷ লিফলেট ছাপানো ও বিলি করা যাবে৷ আর ৬(খ) ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না৷

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সাঁটানো ডাকসুর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ছাত্রলীগের নেতা শোভনের রঙিন ছবি সংবলিত পোস্টার। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সাঁটানো ডাকসুর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ছাত্রলীগের নেতা শোভনের রঙিন ছবি সংবলিত পোস্টার। ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ের টিএসসি,ভিসি চত্বরসহ বেশ কয়েকটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও স্থাপনায় ছাত্রলীগ সভাপতির পক্ষে এ ধরনের পোস্টার দেখা গেছে৷ এ বিষয়ে রেজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, কারা তাঁর পক্ষে লিফলেট লাগিয়েছে, তা তিনি জানেন না৷ ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এটি করে থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷

জানতে চাইলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, এটি অবশ্যই আচরণবিধির লঙ্ঘন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছেন তিনি৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন,আচরণবিধি সবার জন্য প্রযোজ্য৷ অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সাঁটানো ডাকসুর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ছাত্রলীগের নেতা শোভনের রঙিন ছবি সংবলিত পোস্টার। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সাঁটানো ডাকসুর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ছাত্রলীগের নেতা শোভনের রঙিন ছবি সংবলিত পোস্টার। ছবি: প্রথম আলো

ডাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে আচরণবিধির ১৫(ক) ধারায় বলা হয়েছে,নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযোগ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন৷ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনবোধে স্বপ্রণোদিতভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন৷ আর ১৫(খ)ধারায় বলা হয়েছে,কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা রাষ্ট্র বা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য কোনো দণ্ডে দণ্ডিত হবেন৷