বাল্যবিবাহ থেকে স্কুলছাত্রীকে বাঁচালেন ইউএনও

বাল্যবিবাহ । প্রতীকী ছবি
বাল্যবিবাহ । প্রতীকী ছবি

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। কিশোরগঞ্জের নিকলীতে আজ রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবারকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাদিছা আক্তার (১৪) নামের ওই স্কুলছাত্রী সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলা সদরের মোহরকোনা গ্রামের সুরুজ আলীর মেয়ে। আজ দুপুরে তার বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও মুছাম্মৎ শাহীনা আক্তার মেয়ের বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাদিছার পরিবারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও শাহীনা আক্তার প্রথম আলোকে বলেন, নিকলী শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিনের কাছে ওই শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পাওয়ামাত্রই তার বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করা হয়। আর কোনো স্কুলছাত্রী যেন বাল্যবিবাহের শিকার না হয়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন সব সময় সজাগ থাকবে বলেও জানান তিনি।