পিকনিকের মাইক্রোবাস নদীতে, চালক নিহত

জামালপুরের মাদারগঞ্জে পিকনিকের একটি মাইক্রোবাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১৩ যাত্রীর সবাই বের হয়ে আসতে পারলেও চালক মো. রুহুল আমীন (৪০) নিহত হন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার গুনারিতলা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমীনের বাড়ি উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার আদারভিটা ইউনিয়ন থেকে ওই মাইক্রোবাসে করে ১৩ জন শেরপুরের গজনিতে পিকনিকে যান। বাড়ি ফেরার পথে গত রাত ১০টার দিকে গুনারিতলা এলাকার ঝাড়কাটা নদীর ওপর গুনারিতলা সেতু অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। বাকি যাত্রীরা সুস্থভাবে বের হয়ে আসেন। তবে মাইক্রোবাসটি পানিতে তলিয়ে গেছে।