প্রধানমন্ত্রীর পাঁচজন কর্মকর্তা নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুজন বিশেষ সহকারী, একজন সহকারী একান্ত সচিব (এপিএস), একজন উপ-প্রেস সচিব এবং একজন অ্যাসাইনমেন্ট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ সোমবার এ নিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর দুজন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আইনজীবী বিপ্লব বড়ুয়া এবং কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)। তাঁরা উপসচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত কর্মকর্তাদের মতো বেতন পাবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক হাসান জাহিদ তুষার। তিনি গ্রেড-৪ ভুক্ত কর্মকর্তাদের সমান বেতন পাবেন।

গাজী হাফিজুর রহমান গ্রেড-৬ ভুক্ত কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর এপিএস-২ হিসেবে নিয়োগ পেয়েছেন। আর ছাত্রলীগের সাবেক নেতা মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি গ্রেড-৯ ভুক্ত কর্মকর্তাদের মতো বেতন পাবেন।

তাঁরা সবাই চুক্তিভিত্তিতে এসব পদে নিয়োগ পেলেন। তাঁদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে)।