বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ শিশুরা হলো সুমি (১৩), সুমির ছোট ভাই ফিরোজ (১১) ও সোহানা আক্তার (৮)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ সুমির চাচা আবদুল রশিদ সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার সুমি ও ফিরোজ তাঁদের বাসায় বেড়াতে আসে। আজ সকাল সাড়ে ১০টার দিকে সুমি তার প্রতিবেশী নাসির ভান্ডারির বাড়ির তৃতীয় তলার ছাদে কাপড় শুকাতে যায়। তখন তার সঙ্গে সোহানা ও ফিরোজ ছিল। ওই সময় ফিরোজ একটি কাঠ দিয়ে বিদ্যুতের তারে আঘাত করলে ফিরোজ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয় সোহানা ও সুমি। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধ সোহানার বাবার নাম রাসেদ আলম এবং সুমি ও ফিরোজের বাবার নাম শহিদুল ইসলাম। তারা কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, ‘তিন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’