সফল নারীদের সম্মিলন আজ

আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে আজ (৭ মার্চ) বিকেল চারটায় ঢাকায় ছায়ানট মিলনায়তনে প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান। তিন বছর ধরে প্রথম আলো এই আয়োজন করে আসছে। এবার চতুর্থবার এই অনুষ্ঠান হতে যাচ্ছে। এবারের অনুষ্ঠানের সহযোগিতায় আছে এনজেএমসিএল (নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড)।
একটি দিন আনুষ্ঠানিক নারী দিবস। কিন্তু নারীর লড়াই প্রতিদিনের। লড়াইয়ে হেরে না গিয়ে জয়ী হন যাঁরা, তাঁরাই অনুপ্রেরণা জোগান অন্যদের। সেই সব সফল নারী উপস্থিত হবেন আজ ছায়ানট মিলনায়তনে। শোনাবেন তাঁদের জীবনের গল্প। কেউ-বা কথা বলবেন মঞ্চে, কেউ-বা থাকবেন দর্শকসারিতে। করতালিতে কিংবা চোখের জলে অনুভূতির প্রকাশ ঘটাবেন।
শুধু কথা নয়, থাকবে সংগীতের আয়োজন। গান গাইবেন কাজী কৃষ্ণকলি ইসলাম এবং মেয়েদের ব্যান্ডদল এফ মাইনর। সঙ্গে আরও কিছু চমক।
সমাজের বিভিন্ন অঙ্গনে যাঁরা সফল, সেই নারীদের সম্মিলন হবে আজ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।