বিমানের টয়লেটে ছয় কোটি টাকার সোনা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে বিপুল পরিমাণ সোনার চালান জব্দ করা হয়েছে।


আজ সোমবার বেলা ১১টার দিকে এসব সোনা জব্দ করা হয়।

জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও ঢাকা কাস্টম হাউস সোনার চালানটি জব্দ করে।

জব্দ করা সোনার পরিমাণ ১২ কেজি। এর মূল্য প্রায় ছয় কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে তথ্য পেয়ে আজ সকালে বাংলাদেশ বিমানের একটি বোয়িং উড়োজাহাজে তল্লাশি করা হয়।

এ সময় বিমানের টয়লেটের আয়নার পেছনে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের ভেতর থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। উড়োজাহাজটি আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে আজ সকালে।

এসব সোনা পাচারের সঙ্গে জড়িত অভিযোগে কাউকে আটক করা যায়নি।