ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল : রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল। ডাকসুতে ১৯৭৩ সাল ছাড়া আর কখনোই ভোট ডাকাতির ও মহা জালিয়াতির ঘৃণ্য ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘মিডনাইট ভোটের সরকারের ফতোয়া শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয় সুমহান ঐতিহ্যকে ধুলোয় লুটিয়ে দিলেন।’

রিজভী বলেন, ‘ছাত্রলীগ নামধারীদের অভয়ারণ্যের মধ্যেও উদ্দীপ্ত প্রাণের সাহসী তরুণেরা ভোট ডাকাতির বিরুদ্ধে রক্তরঞ্জিত হয়েও প্রতিবাদ করেছে অমিত বিক্রমে। আমি মনে করি, এই প্রতিবাদে অংশ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা ও বাম ছাত্রসংগঠনগুলো প্রমাণ করেছে তারা আলোর পথের যাত্রী।’

বিএনপির নেতা রিজভী বলেন, সরকার যেহেতু বিরোধীদের এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ, তাই আজ্ঞাবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাকসুর নির্বাচন করলেন প্রহসন ও সন্ত্রাসী বাতাবরণে।

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও আজ কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটেছে। গত চার দিন তিনি অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে নামতে পারছেন না। হুইল চেয়ারে বসতেও তাঁর কষ্ট হচ্ছে। ঠিকমতো বসতে পারছেন না।’