ছবিতে নিরাপদ সড়ক আন্দোলন

>রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আবরার নিহত হওয়ার ঘটনায় সকাল থেকে তাঁর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন
যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রাজধানীর যমুনা ফিউচার পার্ক-সংলগ্ন প্রগতি সরণির এই জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিলেন আবরার।
রাজধানীর যমুনা ফিউচার পার্ক-সংলগ্ন প্রগতি সরণির এই জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিলেন আবরার।
প্লাকার্ড হাতে এক শিক্ষার্থী।
প্লাকার্ড হাতে এক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলেও অ্যাম্বুলেন্সগুলো যেতে পথ করে দিয়েছেন।
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলেও অ্যাম্বুলেন্সগুলো যেতে পথ করে দিয়েছেন।
স্লোগানে স্লোগানে উত্তাল ছিল নর্দ্দা এলাকা।
স্লোগানে স্লোগানে উত্তাল ছিল নর্দ্দা এলাকা।
প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা বিচার চাই’, ‘আমরা নিরাপত্তা চাই’।
প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা বিচার চাই’, ‘আমরা নিরাপত্তা চাই’।
চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ।
চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ।
স্লোগানে মুখরিত একটি দিন।
স্লোগানে মুখরিত একটি দিন।
নিরাপদ সড়কের দাবিতে তাঁরা একজোট।
নিরাপদ সড়কের দাবিতে তাঁরা একজোট।
তাঁরা শুধু নিরাপদ সড়ক নয়, ‘হত্যাকারীদের’ বিচারও চান।
তাঁরা শুধু নিরাপদ সড়ক নয়, ‘হত্যাকারীদের’ বিচারও চান।