বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় ইউনিয়ন ছনুয়ায় বন্দুকযুদ্ধে আবু তাহের (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত চারটার দিকে সালেহ আহমদ সিকদার পাড়ার শেলবনের পাশে বন্দুকযুদ্ধে তিনি মারা যান।

ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, র‍্যাব-৭-এর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার আজিজ নগর ফোরকানিয়া ঘোনা এলাকায়। তাঁর লাশ র‍্যাব নিয়ে গেছে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক মিমতানুর রহমানের দাবি, নিহত ব্যক্তি চিহ্নিত জলদস্যু। অস্ত্র উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জলদস্যুদের দল। আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন এক জলদস্যু। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ সময় ৭টি বন্দুক ও ২২টি গুলি উদ্ধার করা হয়েছে।