ঐক্যফ্রন্ট ভাঙতে সরকারের কিছু করার প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এ জোটে নানা পন্থার লোকের সমাবেশ ঘটেছে। তাঁদের ভাঙার জন্য সরকারের কিছু করার প্রয়োজন নেই।

আজ সোমবার দুপুরে ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘তেল আর পানির মিশ্রণ কখনো টিকে থাকে না। ঐক্যফ্রন্টে যেভাবে ডান, বাম, মধ্য—নানা পন্থার সমাবেশ ঘটেছে, তা ভাঙার জন্য সরকারের কিছু করার প্রয়োজন নেই।’

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার চায় বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক। কিন্তু বিএনপি যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাতে একসময় তারা রাজনীতি থেকেও পালিয়ে যাবে কি না, তা ভাবার বিষয়। এ ছাড়া বলেন, বিএনপিকেই ঠিক করতে হবে তারা গণমুখী দল, না নামসর্বস্ব দল হিসেবে থাকবে।

উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৪৩ শতাংশ, দ্বিতীয় ধাপে ৪১ শতাংশ এবং তৃতীয় ধাপে ৪০ শতাংশেরও বেশি ভোটার উপস্থিতি সন্তোষজনক। পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে বলেন, ‘সেখানে স্থানীয় সরকার নির্বাচনে ৩০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়। সেদিক থেকে বাংলাদেশের এই উপজেলা নির্বাচন যথেষ্ট সন্তোষজনক।’