চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা

চট্টগ্রাম নগরের সল্টগোলা মোড়ে আজ বুধবার দুপুর দেড়টায় জ্বালানি তেলবাহী রেলের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে প্রায় ৪০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে ট্রেনটির ইঞ্জিন সরিয়ে নেওয়া হলে সড়কের এক পাশ দিয়ে সীমিত আকারে গাড়ি চলাচল শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, পতেঙ্গার গুপ্তখাল এলাকা থেকে জ্বালানি তেলবাহী একটি ট্রেন চট্টগ্রাম বন্দরের পণ্য রাখার ইয়ার্ডের দিকে যাচ্ছিল। আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের মূল নগরের সঙ্গে বিমানবন্দর সড়কের যোগাযোগ আনুমানিক ৪০ মিনিট বিচ্ছিন্ন ছিল। পরে টুল ভ্যানের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু হয়। আর ইঞ্জিনটি সরিয়ে নেওয়া হলে সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, গুপ্তখাল এলাকা থেকে ১২ ওয়াগনে জ্বালানি ভরে ট্রেনটি চট্টগ্রাম পণ্য রাখার ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল। সল্টগোলা ক্রসিং পার হওয়ার সময় জ্বালানি ভরা তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। তিনি আরও বলেন, আজ সন্ধ্যা ছয়টা বা সাতটা নাগাদ উদ্ধার অভিযান শেষ হতে পারে। এরপর আরেক পাশের সড়ক দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।