ঢাকা মেডিকেলে ভর্তি একজন গুরুতর

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অনুপম দেবনাথকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। ছবি: হাসান রাজা
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অনুপম দেবনাথকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। ছবি: হাসান রাজা

বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, একজনের অবস্থা গুরুতর।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগার পর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বিকেল থেকে ঢাকা মেডিকেলে আহতরা আসতে থাকেন।

বার্ন ইউনিটে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, রেজোয়ান আহমেদ নামে একজনের অবস্থা খারাপ। ওনার বার্নের চেয়ে হাতে পায়ে আঘাত অনেক। তাঁর স্বজনরা জানিয়েছে, আগুন থেকে বাঁচতে তিনি লাফ দিয়েছিলেন।

বার্ন ইউনিটে আরও চিকিৎসাধীন তৌকির ইসলাম (৩০), আবদুস সবুর খান (৪০) ও সাব্বির আলী মৃধা (৩৫)।

এ ছাড়া আজ শুক্রবার দুপুর ১২.১০ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অনুপম দেবনাথ নামে একজন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। সামন্ত লাল সেন জানান, তাঁর শরীরের ১০ শতাংশ পুড়ে গিয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আবু হোসেন দুপুরে রিলিজ নিয়ে চলে গিয়েছেন।