টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার

জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি
জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তাঁরা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা তিনটার দিকে সদর দপ্তর বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী গোয়েন্দা পরিদপ্তর শাখার সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম হামিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক উপজেলা পরিষদের পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই স্থান দিয়ে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে কোস্টগার্ডের টহল দল পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা বড়িগুলো টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।