সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি

সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। গতকাল পৌরসভা এলাকায়।
সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। গতকাল পৌরসভা এলাকায়।

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভা কার্যালয় চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এ উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাংসদ হাবিবে মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

শোভাযাত্রায় হাতি, ঘোড়া ও টমটম গাড়িতে চড়ে এবং হেঁটে নানা রঙের পোশাকে সেজে পৌরসভার সব শ্রেণি–পেশার মানুষ অংশ নেয়। এতে লাঠিখেলা, সাপখেলা, পালকিসহ আবহমান বাংলার নানা চিত্র ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিনের সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে। শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।