পদ্মায় নিখোঁজ দুই ভাই

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল রোববার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে দুই ভাই নিখোঁজ হয়েছেন। এ ছাড়া বিপুলসংখ্যক গাছ উপড়ে যাওয়াসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আতর আলী বলেন, নিখোঁজ ওই দুই ভাই কাওয়ালজানি গ্রামের হাতেম আলীর ছেলের বাবলু ফকির (৩০) ও জীবন ফকির (১৬)। তাঁরা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। আজ সোমবার বিকেল পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।

আশ্রয়ণ প্রকল্পের ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানায়, গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ের কারণে গোয়ালন্দ উপজেলার তেনাপচা আশ্রয়ণ প্রকল্প-১-এর এক নম্বর শেড ও পাশের আরেকটি শেডের ঘরের চালা উড়ে যায়। এ ছাড়া বেতকা এলাকায় নব নির্মিত আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি শেডের ঘরের চালা উড়ে যায়। তবে এসব শেডে কোনো পরিবার এখনো ওঠেনি।

খবর পেয়ে রাতেই গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারগুলোকে থাকার ব্যবস্থা করেন। এ ছাড়া দ্রুত ঘর মেরামত করে বসবাসের উপযোগী করার আশ্বাস দেন। তিনি বলেন, তেনাপচা আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেতকা গুচ্ছগ্রামে ৭টি ঘর আংশিক ক্ষতিগ্রস্তসহ অন্তত ৭৫টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ছোটভাকলা, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের অন্তত ১৬৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।