ট্রলারডুবিতে নিখোঁজ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে মেঘনা নদীর চরধলেশ্বরী বন্দর এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের এসআই সেলিম মিয়ার (৬২) লাশ ভেসে ওঠে।

এর আগে গতকাল মঙ্গলবার প্রিসাইডিং অফিসার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মেঘনাঘাট শাখা ব্যবস্থাপক নিখোঁজ বোরহান উদ্দিন (৫৯) ও সোমবার নারী আনসার সদস্য রিতা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার পুলিশ কর্মকর্তা সেলিম মিয়ার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চর হোগলা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ও নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।

গত রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফিরছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও নারী আনসারসহ ২২ জন যাত্রী ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছিলেন তিনজন।