মিষ্টিকুমড়ার গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে গাছের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে গাছের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের সামসু গাজীর ১ হাজার ২০০টি মিষ্টিকুমড়ার গাছের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামসু গাজী বলেন, বৈঠাকাটা গ্রামে ২০ হাজার টাকা ব্যয়ে ৮০ শতাংশ জমিতে মিষ্টিকুমড়ার চারা রোপণ করেন তিনি। কুমড়ার বাম্পার ফলন হয়েছে। গত মঙ্গলবার রাতে সেই খেতের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে সামসু গাজী কুমড়াখেতের পরিচর্যা করতে গিয়ে দেখেন, খেতে সব কুমড়া দুই ভাগ করে ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে আমতলী উপসহকারী কৃষি কর্মকর্তা বাবুল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

সামসু গাজী বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম গাজীর সঙ্গে তাঁর ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে নজরুল ইসলাম গাজী তাঁর লোকজন দিয়ে সব কুমড়া কেটে ফেলেছেন। তবে নজরুল ইসলাম গাজীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।