উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতীকী অনশন

আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। ছবি: সাইয়ান
আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। ছবি: সাইয়ান

উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতীকী অনশন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১১ দিন ধরে আন্দোলন চলছে শিক্ষার্থীদের।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশন শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল পর্যন্ত অনশন চলে।

বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে আগামীকাল শনিবার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় দাবি পূরণ না হলে সড়ক অবরোধের মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

গত সোমবার পদত্যাগের জন্য উপাচার্যকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। তবে পদত্যাগ করেননি উপাচার্য এস এম ইমামুল হক। ২৬ মার্চ দুপুরে এক অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের 'রাজাকারের বাচ্চা' বললে ২৭ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি দেন। সেই বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।