বগুড়ায় গাড়িচাপায় কিশোর নিহত

বগুড়ার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় তেলবাহী লরির চাপায় মো. লিমন (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরিটি উপজেলার মহিপুর এলাকায় ফেলে লরির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে গাড়িটি বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশমাইল এলাকার পল্লি উন্নয়ন একাডেমির সামনে ওই কিশোর দৌড়ে মহাসড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জগামী দ্রুতগতির লরিটি তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লিমনের বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের দড়িপাড়া গ্রামে।

দুর্ঘটনার বিষয়ে বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী প্রথম আলোকে বলেন, তেলবাহী লরি তাঁদের হেফাজতে আছে। গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।