নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা

নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: প্রথম আলো
নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: প্রথম আলো

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার রতডাঙ্গা গ্রামবাসী স্থানীয় বিলে এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় যশোর, মাগুরা ও স্বাগতিক নড়াইলের বিভিন্ন এলাকা থেকে ১৯টি ঘোড়ার মালিক অংশ নেন। দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর নওয়াপাড়া গ্রামের মো. ইয়াছিনের ঘোড়া প্রথম, নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের বাহাদুর সরদারের ঘোড়া দ্বিতীয়, মাগুরা জেলার মহম্মদপুর গ্রামের আনোয়ার হোসেনের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের যথাক্রমে ছয় হাজার, চার হাজার ও দুই হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিটি ঘোড়ার মালিককে এক হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।

পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুর রহমান ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম।