শেষ হলো গোয়ালন্দের বিজ্ঞান মেলা

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিভিন্ন স্থানীয় প্রযুক্তি দেখানো হয়। ছবি: প্রথম আলো
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিভিন্ন স্থানীয় প্রযুক্তি দেখানো হয়। ছবি: প্রথম আলো

গোয়ালন্দে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সেমিনার আজ রোববার বিকেলে শেষ হয়েছে। গতকাল শনিবার শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও প্রসার উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত।

গোয়ালন্দ উপজেলার মুক্তমঞ্চ চত্বরে আয়োজিত ওই সেমিনার ও প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। এ ছাড়া ঢাকা থেকে কয়েকটি প্রতিষ্ঠানও যোগ দিয়েছিল।