চট্টগ্রাম বিমানবন্দরে ৯৬টি সোনার বার উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকট-ফেরত এক যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম ওজনের ৯৬টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকালে এই বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার বারের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ ঘটনায় দিদারুল আলম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে শুল্ক কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার নুরউদ্দিন মিলন প্রথম আলোকে বলেন, সকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে এসে ওই যাত্রী চট্টগ্রাম নামেন। বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করার পর যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করা হলেও ওই যাত্রী ব্যাগ নিয়ে একপাশে বসে ছিলেন। সন্দেহের কারণে তাঁকে ডেকে ব্যাগ স্ক্যানিং করার পর দুটি পোঁটলায় ৪৮টি করে ৯৬টি সোনার বার পাওয়া যায়।

গতকাল সোমবার আবুধাবি-ফেরত বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের শৌচাগার থেকে ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ২০০টি স্বর্ণবার উদ্ধার করেছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এক দিনের ব্যবধানে সোনার আরেকটি পাচার ধরা পড়ল।