ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের তেরাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তেরাকুড়ি গ্রামের মো. জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জের মো. রাজন মিয়া (২৮) ও আনোয়ার হোসেন (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু। তিনি বলেন, আজ সকালে জিতু মিয়া ধুবড়িয়া হাওরে বোরো ধান কাটতে তালতো দুই ভাই মো. রাজন মিয়া ও আনোয়ার হোসেনকে নিয়ে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহত প্রত্যেকের পরিবারকে উত্তর কুশিয়ারা ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।