পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবে নুসরাতের জন্য প্রতিবাদ

ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যার বিরুদ্ধে প্রতিবাদের হাত উঠল পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবেও। এ উৎসবে অংশ নেওয়া বিতার্কিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা নুসরাত হত্যায় প্রতিবাদের ভাষা হিসেবে দুই হাত ওপরে তোলেন।

আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক’ উৎসব। ‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে গত বছরের ১৯ অক্টোবর শুরু হয়েছিল এ উৎসব। প্রায় ছয় মাসে রাজধানী ঢাকাসহ ৩৬টি জেলা শহরে হয়েছে এই উৎসব। অংশ নিয়েছে চার হাজারের বেশি শিক্ষার্থী।

দীর্ঘ পথ পেরিয়ে আজ স্কুল বিতর্কের জাতীয় উৎসব শুরু হয় রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। দেশজুড়ে এই বিতর্ক উৎসব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে টি কে গ্রুপ। এ আয়োজনে সার্বিক সহযোগিতা দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। সম্প্রচার সহায়তায় আছে নাগরিক টিভি।
এবার জাতীয় পর্বের বিতর্ক উৎসবে ৩০টি জেলা থেকে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪টি দল অংশ নিয়েছে।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় দুই হাত তুলে প্রতিবাদ জানান বিতার্কিক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। পুষ্টি–প্রথম আলো বিতর্ক উৎসব, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় দুই হাত তুলে প্রতিবাদ জানান বিতার্কিক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। পুষ্টি–প্রথম আলো বিতর্ক উৎসব, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার

আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিতর্ক উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা দুই হাত তুলে নিন্দা ও প্রতিবাদ জানান। অতিথিদের বক্তব্যেও ছিল নুসরাত হত্যার প্রতিবাদ। একই সঙ্গে প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেওয়া হয়।

বিতর্ক উৎসবে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘আমরা বিতর্ক করি প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য নয়। আমরা বিতর্ক করব, গান গাইব, লিখব। কারণ, আমরা সত্য জানতে চাই, যুক্তি জানতেই চাই। আবার হৃদয়ের কথাও শুনতে চাই। বিতর্কে আত্মবিশ্বাস গড়ে উঠছে। আমাদের কাজ তরুণদের নিয়ে, যারা দেশের হাল ধরবে এবং পৃথিবীকে গড়ে তুলবে।’

অভিনেতা চঞ্চল চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরাই দেশ চালাবে। বিতর্ক মানে যুক্তির বিরুদ্ধে ইতিবাচক যুদ্ধ। দেশে অনেক সমস্যা আছে। তোমরাই যৌক্তিকভাবে দেশটাকে চালাবে।’ নুসরাত হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘নুসরাত হত্যার ঘটনায় আমি প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে ঘটছে, আবার দেশ জ্ঞান-বিজ্ঞানে এগিয়েও যাচ্ছে। আমরা এগিয়ে যাবই।’

পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার

আরেক অভিনেতা সিয়াম বলেন, ‘আমিও স্কুল পর্যায়ে বিতর্ক করতাম। বিতার্কিকদের জীবনে পথ চলাতে সুবিধা হয়। জীবনে কমনসেন্স দিয়ে সব কথা সহজেই বলা যায়। আপনারা তর্ক করবেন। আপনাদের জন্য শুভ কামনা।’

অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘সিয়ামের মতোই অনুভূতি আমার। আমিও স্কুলজীবনে বিতর্ক করতাম। তোমরা এগিয়ে যাও। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরা পরিবর্তন আনবে যুক্তি দিয়ে। তোমরা ভাববে যুক্তি দিয়ে। তোমরা ঠিক থাকলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’

গায়ক ইমরান বলেন, তিনি ছোটবেলা থেকেই বাজে বক্তা। গান ছাড়া কিছু পারেন না। তিনি ‘পোড়ামন ২’ চলচ্চিত্র থেকে তাঁর গাওয়া একটি গান গেয়ে শোনান।

টেন মিনিটস স্কুলের আয়মান সাদিক বলেন, ‘তোমরা বিতর্ক করো। কিন্তু তর্ক করো না। তর্ক থেকে দূরে থাকো।’

বিতর্ক উৎসবে পুষ্টির পক্ষ থেকে টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক তাঁর বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পুষ্টি একটি জনপ্রিয় ব্র্যান্ড। সব ভালো কাজের সঙ্গে পুষ্টি আছে, থাকবে। এমন একটি আয়োজনের স্বপ্ন দেখে পুষ্টি, যা সমগ্র দেশের আনাচেকানাচে ছড়িয়ে পড়বে। কৌতুক করে তিনি বলেন, ‘অনুষ্ঠানের সঙ্গে পুষ্টি আছে। অনুষ্ঠানও পুষ্টিকর হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, অনুষ্ঠান ব্যবস্থাপক কবির বকুল এবং বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান।

একই সঙ্গে কয়েকটি দলের বিতর্ক শুরু হয় বেলা ১১টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ বিতর্কে বিচারক হিসেবে রয়েছেন ৬৮ জন। চূড়ান্ত বিজয়ী দল পাবে সনদ ও ১০ হাজার টাকা। দ্বিতীয় রানার আপ পাবে সনদ ও ৫ হাজার টাকা। বেলা ২টার পর বিতর্ক ও সমসাময়িক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতাও হবে। এতে বিজয়ী তিনজনকে দেওয়া হবে মেডেল।