শ্রীলঙ্কার ঘটনায় ধিক্কার জানায় বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় ধিক্কার জানায় বাংলাদেশ। এই ধরনের ন্যক্কারজনক, হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারাী বাহিনী সজাগ রয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানকার মানুষ জঙ্গিবাদকে যেভাবে মোকাবিলা করেছে তেমনি মাদকের বিরুদ্ধেও লড়াই অব্যাহত রেখেছে।

আজ রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার নবনির্মিত থানা ভবন উদ্বোধন ও মাদক-জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বেলা সাড়ে ৩টায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট নতুন থানা ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনের সাংসদ মো. আলী আশরাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ইসলাম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সী, দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকারিয়া, চান্দিনা পৌরসভার মেয়র মফিজুল ইসলাম।
এর আগে বেলা আড়াইটায় হেলিকপ্টারে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে পৌঁছান স্বরাষ্টমন্ত্রী। বিকেলে তিনি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘জঙ্গি ও মাদকবিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। রাতে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।