কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

রেলস্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়ানো সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে ১ নম্বর লাইন অতিক্রম করে যাচ্ছিলেন বৃদ্ধ জমির আলী (৭০)। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলস্টেশন অতিক্রম করছিল। মুহূর্তের মধ্যেই ট্রেনটির ইঞ্জিনের বাঁ দিকের বাড়তি রেলিংয়ের ধাক্কায় মাটিতে লুটে পড়েন বৃদ্ধ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনসংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। জমির আলীর বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, জমির আলী ১ নম্বর লাইন প্রায় অতিক্রম করেছেন—এমন সময় দ্রুতগতিতে পারাবত ট্রেনটি এলাকা অতিক্রম করায় তিনি সরে যাওয়ার সময় পাননি।

শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই নিহত ব্যক্তির স্বজনেরা লাশটি বাড়ি নিয়ে গেছে।