নড়াইল হাসপাতালের সেই ৪ চিকিৎসক ওএসডি

নড়াইল সদর হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গত বুধবার ওই হাসপাতালে যান। এই চিকিৎসকেরা সেখানে উপস্থিত ছিলেন না। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় চার চিকিৎসককে সেখান থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে অধিদপ্তরে সংযুক্ত করেছে।

মন্ত্রণালয় চার চিকিৎসককে অনুমতি ছাড়া হাসপাতালে অনুপস্থিত থাকার কারণ দর্শানোরও নোটিশ দিয়েছে।

এই চার চিকিৎসক হলেন কার্ডিওলজির জুনিয়র কনসালট্যান্ট মো. শওকত আলী ও মো. রবিউল আলম, সার্জারির জ্যেষ্ঠ কনসালট্যান্ট মো. আখতার হোসেন এবং মেডিকেল অফিসার এ এস এম সায়েম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

মাশরাফি ওই হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের না পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং একজন চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও হয়।