ফণী আসছে

>

ঘূর্ণিঝড় ফণী সন্ধ্যার দিকে দুর্বল হয়ে বাংলাদেশে পৌঁছাতে পারে। এর প্রভাবে আজ শুক্র ও কাল শনিবার বৃষ্টি হবে। ফণীর আশঙ্কায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। প্রভাব পড়ে সেখানকার জনজীবনে। ছবিতে দেখা যাক একঝলক।

ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় লাল পতাকা উড়িয়ে সতর্কবার্তা। কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি: সাজিদ হোসেন
ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় লাল পতাকা উড়িয়ে সতর্কবার্তা। কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি: সাজিদ হোসেন
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল সাগর। কলাতলী সৈকত, কক্সবাজার। ছবি: সাজিদ হোসেন
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল সাগর। কলাতলী সৈকত, কক্সবাজার। ছবি: সাজিদ হোসেন
দুর্যোগে বাঁধ মানে না দুরন্ত শৈশব। টাঙানো রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত। সেখানেই ঘুড়ি ওড়ানোয় মেতেছে শিশুটি। কয়রা উপজেলা পরিষদ চত্বর, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
দুর্যোগে বাঁধ মানে না দুরন্ত শৈশব। টাঙানো রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত। সেখানেই ঘুড়ি ওড়ানোয় মেতেছে শিশুটি। কয়রা উপজেলা পরিষদ চত্বর, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
ঘূর্ণিঝড় ফণীর কারণে সাগর উত্তাল। সুগন্ধা সৈকত থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ট্যুরিস্ট পুলিশ। ছবি : সাজিদ হোসেন
ঘূর্ণিঝড় ফণীর কারণে সাগর উত্তাল। সুগন্ধা সৈকত থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ট্যুরিস্ট পুলিশ। ছবি : সাজিদ হোসেন
নিরাপদ জায়গায় সরে যাচ্ছে মানুষ। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
নিরাপদ জায়গায় সরে যাচ্ছে মানুষ। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
নদীতে ভাঙন। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
নদীতে ভাঙন। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
সাগরে নোঙর করা নৌকা। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
সাগরে নোঙর করা নৌকা। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
পোষা ছাগল নিয়ে আশ্রয়স্থলের দিকে। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
পোষা ছাগল নিয়ে আশ্রয়স্থলের দিকে। গোবরা, ঘাটাখালী, কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ
নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে পর্যটকদের। কক্সবাজার সৈকত। ছবি: সাজিদ হোসেন
নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে পর্যটকদের। কক্সবাজার সৈকত। ছবি: সাজিদ হোসেন
নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে পর্যটকদের। কক্সবাজার সৈকত। ছবি: সাজিদ হোসেন
নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে পর্যটকদের। কক্সবাজার সৈকত। ছবি: সাজিদ হোসেন