টেকনাফে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার

কক্সবাজারে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী এলাকায় ৭ নম্বর স্লুইসগেটের পাশে খাল থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
কক্সবাজারে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী এলাকায় ৭ নম্বর স্লুইসগেটের পাশে খাল থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী এলাকায় ৭ নম্বর স্লুইসগেটের পাশে খাল থেকে একটি নৌকাসহ ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে জীম্বংখালী চৌকির একটি টহল দল ৭ নম্বর স্লুইসগেটের এক পাশে অবস্থান নেয়। রাত একটার দিকে নাফ নদী পার হয়ে খাল দিয়ে একটি নৌকা আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় ইয়াবা চোরাকারবারিরা খালের অপর পাড়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে চারটি পলিথিনের ব্যাগ থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।