চার্জার লাইটে ২৪ স্বর্ণের বার, চীনা নাগরিক আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিটে ওই যাত্রী একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন।

উদ্ধার করা স্বর্ণবারের ওজন ২ কেজি ৮০০ গ্রাম। বাজারমূল্য প্রায় সোয়া কোটি টাকা।

কাস্টমসের উপকমিশনার নূর উদ্দীন মিলন প্রথম আলোকে বলেন, চীনা নাগরিক ফ্যান রংগুই চার্জার লাইটের ভেতরে লুকিয়ে এসব স্বর্ণের বার পাচারের চেষ্টা করেছিলেন। তবে স্ক্যানে শনাক্ত হওয়ার পর চার্জার লাইন ভেঙে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

নূর উদ্দীন মিলন বলেন, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৪৩ বার বাংলাদেশে আসা-যাওয়া করেন এই চীনা নাগরিক।