অসুস্থ গরু জবাই, অর্থদণ্ড

মাংসের বাজারে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ও অসুস্থ গরু জবাই করে সেই মাংস বিক্রির অভিযোগে ৭ জন মাংস বিক্রেতাকে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজারে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম।

দণ্ডপ্রাপ্ত মাংস বিক্রেতাদের ছয়জন হলেন মো. সামসুল হক (৫৫), মো. কাল্টু (৬০), মো. শামসুদ্দিন (৩৫), রিয়াজুল ইসলাম (৩৯), আবদুস সাত্তার (৫২) ও আকবর আলী (৫০)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। আর ছাগলের মাংস বিক্রেতা মো. নুর ইসলামকে(৩২) ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম বলেন, অভিযানের প্রথম দিন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পুরো রমজান মাসজুড়েই এ অভিযান চলবে। কোথাও কোনো অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক জেল জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।