সহকর্মী 'হত্যার' বিচারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সহকর্মীর ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। ছবিটি আজ বৃহস্পতিবার মাগুরা জজ কোর্টের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
সহকর্মীর ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। ছবিটি আজ বৃহস্পতিবার মাগুরা জজ কোর্টের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

মাগুরায় আইনজীবী সাবিকুন্নাহার রুপা মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা জেলা জজ কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত সোমবার আইনজীবী সাবিকুন্নাহার রুপা শহরের পারনান্দুয়ালি গ্রামে শ্বশুরবাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। মাগুরা আইনজীবী সমিতির সদস্য রুপার বাবার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের ১২ বছর পরও সন্তান না হওয়ায় রুপার স্বামী ব্যবসায়ী তমাল মাহমুদ সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় অপমানিত হয়ে রুপা আত্মহত্যা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ মৃত্যুর জন্য স্বামী তমাল মাহমুদকে দায়ী করে তাঁর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এসকেন্দার আযম বাবলু, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম, রাশেদ মাহমুদ শাহিন, শাখারুল ইসলাম শাকিলসহ আরও অনেকে।

৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুপা। টুঙ্গিপাড়ায় বাবার বাড়িতে দাফন করা হয় তাঁকে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া রুপার সহকর্মীরা।