কলা আর কলা

রমজানের শুরু থেকেই কলার বাজার সরব। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের চেলোপাড়া চাষিবাজার–সংলগ্ন কলার বাজারে গিয়ে প্রচুর কলার আমদানি দেখা যায়। কিন্তু দাম বেশ চড়া । মানভেদে প্রতি পণ (৮০টি) অনুপম কলা ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আকারভেদে এই কলা ৪০ থেকে ৫০ টাকা হালি করে বিক্রি হচ্ছে। 

বগুড়া শহরের চেলোপাড়া চাষিবাজার–সংলগ্ন কলার বাজারে ব্যাপক আমদানি। পাইকারি দরে প্রতি পণ কলা ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সেগুলো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
বগুড়া শহরের চেলোপাড়া চাষিবাজার–সংলগ্ন কলার বাজারে ব্যাপক আমদানি। পাইকারি দরে প্রতি পণ কলা ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সেগুলো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
রমজানে কলার বাজার তেতে উঠেছে। পাইকারি বাজারে চলছে বেচাকেনা।
রমজানে কলার বাজার তেতে উঠেছে। পাইকারি বাজারে চলছে বেচাকেনা।
কলা কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা।
কলা কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা।
জমে উঠেছে কলা বেচাকেনা।
জমে উঠেছে কলা বেচাকেনা।
বিক্রির জন্য সাইকেলে চেপে সাগর কলা বিক্রির জন্য বাজারে নিয়ে আসছেন এক ব্যক্তি।
বিক্রির জন্য সাইকেলে চেপে সাগর কলা বিক্রির জন্য বাজারে নিয়ে আসছেন এক ব্যক্তি।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের কলা।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের কলা।
কলার বাজারে খুচরা ও পাইকারি ক্রেতাদের সমাগম।
কলার বাজারে খুচরা ও পাইকারি ক্রেতাদের সমাগম।