সেতুর অনন্য কারিগর
>জাহিদুল ইসলামের বয়স এখন ৫২। সেই ১২ বছর বয়স থেকে সেতু নির্মাণ করেন জাহিদুল। তিনি এখন বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ বালাপাড়া-ভান্ডারপাইকা গ্রামে ১৯৭তম (ডায়েরিতে লিখে রাখা তথ্য অনুযায়ী) সেতু তৈরি করছেন। স্থানীয় গ্রামবাসী জাহিদুলের সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করতোয়া নদীর ওপর বাঁশের সেতু নির্মাণের প্রস্তাব দেন। তাঁদের ডাকে সাড়া দিয়ে সেতু নির্মাণে লেগে যান জাহিদুল। এর আগে গাবতলী উপজেলায় তৈরি করেন ১৯৬তম সেতু। দুই সেতুর কিছু ছবি নিয়ে এই গল্প।
১ / ৯

২ / ৯

৩ / ৯

৪ / ৯

৫ / ৯

৬ / ৯

৭ / ৯

৮ / ৯

৯ / ৯
