ইছামতী নদীর পাড়ে স্বর্ণ ব্যবসায়ীর লাশ

ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা ইছামতী নদীর পাড় থেকে আনন্দ বণিক (৪২) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল।

আনন্দ বণিক পুরাতন বান্দুরা গ্রামের মৃত শম্ভুনাথ বণিকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, পুরাতন বান্দুরা মসজিদের পাশে একটি স্বর্ণের দোকান আছে আনন্দ বণিকের। প্রতিদিনের মতো গতকাল বুধবার দুপুরে খাওয়াদাওয়া করে দোকানে চলে যান তিনি। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। রাত নয়টার পর থেকে তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকালে পুরাতন বান্দুরা ইছামতী নদীর পাড়ে তাঁর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আনন্দ বণিকের ছেলে কৃষ্ণ বণিক প্রথম আলোকে জানান, তাঁর বাবার কোনো শত্রু নেই। অনেক দিন ধরে তিনি এই স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুরাতন বান্দুরা ইছামতী নদীর পাড় থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত চলছে।