বেইলি সেতু দেবে টাঙ্গাইল-বাসাইল যান চলাচল বন্ধ

টাঙ্গাইল-বাসাইল সড়কের নাকাছিম এলাকায় আজ শনিবার সকালে একটি বেইলি সেতু দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: প্রথম আলো
টাঙ্গাইল-বাসাইল সড়কের নাকাছিম এলাকায় আজ শনিবার সকালে একটি বেইলি সেতু দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: প্রথম আলো

টাঙ্গাইল-বাসাইল সড়কের একটি বেইলি সেতু আজ শনিবার সকালে দেবে গেছে। এ কারণে টাঙ্গাইলের সঙ্গে বাসাইলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাসাইল উপজেলা ছাড়াও সখীপুর উপজেলার মানুষ সহজে টাঙ্গাইল শহরে পৌঁছানোর জন্য এই সড়ক ব্যবহার করে। সেতু দেবে যাওয়ায় যাত্রীদের হেঁটে সেতু পার হয়ে অপর প্রান্তে গিয়ে যানবাহনে উঠতে হচ্ছে।

এলাকাবাসী জানান, নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত সেতুটি গত ১৩ ফেব্রুয়ারি দেবে যায়। পরের দিন ১৪ ফেব্রুয়ারি সেতুটির ওপর সড়ক বিভাগ বেইলি সেতু স্থাপন করে দেয়। এই বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় আজ এই সড়কে যাতায়াত করা সব ধরনের যান চলাচল বন্ধ আছে। খবর পেয়ে সড়ক বিভাগের কর্মীরা গিয়ে মেরামত কাজ শুরু করেন।

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, বেইলি সেতুটির ক্ষতিগ্রস্ত অংশের মেরামতকাজ ইতিমধ্যে সড়ক বিভাগ শুরু করেছে। আজকের মধ্যেই কাজ শেষ হবে বলে তিনি জানান।