বকের ওড়াউড়ি

>বগুড়ায় সদ্য কেটে নেওয়া হয়েছে বোরো ধান। এখন চলছে আমন ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষাবাদ। গ্রামের মাঠে হাঁটুপানি। কোথাও মাঠ পানিতে থইথই করছে। সেখানে খাবারের খোঁজে উড়ছে একঝাঁক বক। চাষাবাদের সময় পোকামাকড় খেতে ঝাঁক বেঁধে ঘুরছে বকপাখি। কখনো উড়ছে আপন মনে, আবার কখনো ছুটছে এক স্থান থেকে অন্যস্থানে। ছবিতে দেখা যাক এমনই এক ঝাঁক বকপাখির গ্রামীণ মাঠে ওড়াউড়ি।
একদিকে চাষ চলছে, অন্যদিকে বকেরা ঘুরছে
একদিকে চাষ চলছে, অন্যদিকে বকেরা ঘুরছে
খাবারের খোঁজে একঝাঁক বক
খাবারের খোঁজে একঝাঁক বক
চাষাবাদের সময় পোকামাকড় খেতে ঝাঁক বেঁধে ঘুরছে বক
চাষাবাদের সময় পোকামাকড় খেতে ঝাঁক বেঁধে ঘুরছে বক
উড়ছে আপন মনে
উড়ছে আপন মনে
খাবার খুঁজছে বকেরা
খাবার খুঁজছে বকেরা
খাবার খুঁজছে পাখিরা
খাবার খুঁজছে পাখিরা
দল বেঁধেই ঘোরে ওরা
দল বেঁধেই ঘোরে ওরা