ঝিনাইদহে মোয়াজ্জিনকে গলা কেটে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের নিহত মোয়াজ্জিন সোহেল রানা।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের নিহত মোয়াজ্জিন সোহেল রানা।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রাম জামে মসজিদের মোয়াজ্জিন সোহেল রানাকে (২২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বাগুটিয়া গ্রামের একটি পাটখেতে তাঁর লাশ পাওয়া যায়।

নিহত সোহেল রানার বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুণ্ডু গ্রামে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চাপালী মসজিদের ইমাম আবু হাসান বলেন, মোয়াজ্জিন হিসেবে সোহেল রানা দীর্ঘদিন চাপালী মসজিদে কর্মরত ছিলেন। মসজিদের সঙ্গে থাকা কক্ষে তিনি রাত্রিযাপন করতেন। গতকাল সোমবার বিকেলে তিনি পাইকপাড়া মাদ্রাসায় দাওয়াত আছে বলে ছুটি চান। এরপর তিনি চলে যান। কিন্তু রাতে আর ফিরে আসেননি। আজ ভোরে ফজরের নামাজ পড়ানোর সময় তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে খবর আসে যে বাগুটিয়া গ্রামের মাঠে তাঁর লাশ পাওয়া গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান মোয়াজ্জিনের লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।