সন্ধান মেলেনি স্রোতে ভেসে যাওয়া তরুণের

দিদারুল আলম। ছবি: সংগৃহীত
দিদারুল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ তরুণ দিদারুল আলমের (২০) সন্ধান এখনো মেলেনি। ফায়ার সার্ভিস ও পরিবারের লোকজন নদীর তীরসহ সম্ভাব্য স্থানগুলোতে তাঁর খোঁজ খবর নিচ্ছেন।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দিদারুল নদীর স্রোতে ভেসে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর এলাকার বদিউল আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোরে হালিমপুর এলাকার আবদুর রহমান ও দিদারুল ইছামতী নদীর চরে সবজি তুলতে যান। সবজি তোলার পর বেলা ১১ টার দিকে নদীতে বাঁশের ‘চালি’ ভেসে যেতে দেখে তা ধরতে নদীতে ঝাঁপ দেন তাঁরা। এতে পাহাড়ি ঢলে বয়ে যাওয়া পানির তীব্র স্রোতে পড়ে ওই দুজন। আবদুর রহমান সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ভেসে যান দিদারুল।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, ‘চট্টগ্রামের ডুবুরি দল এসে নদীতে অভিযান চালিয়েছে। নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে। নদীতে নিখোঁজ তরুণের সন্ধানে অভিযান চলছে।’