র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, নিহত ব্যক্তি মাদক ও অস্ত্র ব্যবসায়ী ছিলেন।

গতকাল বুধবার রাতে সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুজন মিয়া (৪০)। তাঁর বাড়ি সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকায়। বাবার নাম চান মিয়া।

র‍্যাব-১-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুটি শটগান, দুটি ওয়ান শাটারগান, নয়টি কার্তুজ, ১ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১-এর ভাষ্য, তাদের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সালনার মোল্লাপাড়া এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। দিবাগত রাত দুইটার দিকে র‍্যাব-১-এর টহল দল সেখানে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়েন। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সুজন গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান।

র‍্যাব জানায়, পরে সুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।