নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে মারধর

পটুয়াখালী
পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করায় কক্ষ পরিদর্শককে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে উপজেলার বগা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার শিক্ষকের নাম আবদুর রব মৃধা। এ ঘটনায় শিক্ষকের করা মামলায় বহিষ্কৃত ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাউফল থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ কেন্দ্রে আজ ইংরেজি পরীক্ষা চলাকালীন নকল করার দায়ে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কক্ষ পরিদর্শক আবদুর রব মৃধা। পরীক্ষা শেষে বেলা আড়াইটার দিকে আবদুর রব মৃধা বাসায় ফেরার পথে ওই পরীক্ষার্থী, তার বাবা, ভগ্নিপতিসহ আরও পাঁচ-ছয়জন মিলে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীকে আটক করে। পরে রাতে ওই শিক্ষক বাউফল থানায় মামলা করলে শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।