ত্বকী ও করোনায় নিহতদের স্মরণ বুধবার

তানভীর মুহাম্মদ ত্বকী। ফাইল ছবি
তানভীর মুহাম্মদ ত্বকী। ফাইল ছবি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী ও সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে আগামী বুধবার আলো প্রজ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

আজ সোমবার রাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ এ তথ্য জানান। ওই দিন সন্ধ্যা সাতটায় একযোগে নিজ নিজ গৃহে অবস্থান করে এ কর্মসূচি পালন করবেন সংগঠনটির সদস্যসহ অন্যরা।

এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ আমরা সমগ্র বিশ্বের মানুষ এখন ইতিহাসের এক কঠিন সময় অতিবাহিত করছি। বিশ্ব এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। প্রতিদিন অপ্রতিরোধ্য করোনাভাইরাসে হাজারো মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশই আজ এ মহামারিতে বিপর্যস্ত। মানবসভ্যতার ইতিহাসে এ এক ভয়াবহ বিপর্যয়।

এদিকে ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। আর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আগামী বুধবার নিহত ত্বকী ও করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে আলো প্রজ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।