সিলেট বিভাগে নতুন করে দুজনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারে একদিনে নতুন আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন হবিগঞ্জের, অন্যজন মৌলভীবাজারের।

এর আগে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো কিছু নমুনার সূত্র ধরে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জের ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। ওসমানী মেডিকেল আর আইইডিসিআরের তথ্য অনুযায়ী, কেবল হবিগঞ্জেই একদিনে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। একই দিন বিকেলে হবিগঞ্জের চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের পাঁচ বছর বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে হবিগঞ্জে ৪৭ জন, সুনামগঞ্জে ১৫ জন, সিলেটে ১১ জন এবং মৌলভীবাজারে ৬ জন আছেন। আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন। তাদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।